অনলাইনে মুক্তিযুদ্ধের ইতিহাস
পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে জন্ম বাংলাদেশের। রক্তাক্ত যুদ্ধের মাধ্যমেই এই জন্ম। তাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমেই বাংলাদেশের ইতিহাস, সমাজ, সংস্কৃতি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ওয়েবসাইটে রয়েছে নানা রকমের তথ্য-উপাত্ত ও বিশ্লেষণ। এর মধ্যে বেশির ভাগই বেসরকারি উদ্যোগে তৈরি এবং এগুলো নিয়ন্ত্রণ করা হয়ে থাকে সরকারিভাবেই। পাশাপাশি বেসরকারি ওয়েবসাইটও রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস জানার জন্য বেশকিছু ওয়েবসাইট দেখা যেতে পারে।
১. মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়
মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিষয়গুলো দেখভাল এবং গবেষণা ও মুক্তিযোদ্ধাদের তালিকা হালনাগাদ - এসব কাজ তদারক করে থাকে বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এখানে সরকারি বিভিন্ন উদ্যোগের পাশাপাশি জানা যাবে বীরশ্রেষ্ঠদের পরিচিতি এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন সময়ের ইতিহাস। এই ওয়েবসাইটের কনটেন্টগুলো বাংলায় লেখা হয়েছে। লগইন করতে হবে এই ঠিকানায় : http://www.molwa.gov.bd/
২. মুক্তিযুদ্ধ জাদুঘর
১৯৯৬ সালের ২২ মার্চ ঢাকার সেগুনবাগিচায় কার্যক্রম শুরু করেছিল মুক্তিযুদ্ধ জাদুঘর। ১৯৪৭ সালের পূর্ব পাকিস্তান থেকে ১৯৭১ সালের বাংলাদেশের অনেক ঘটনাপ্রবাহ, ইতিহাস, রাজনৈতিক উল্লেখযোগ্য নিদর্শনের সংগ্রহ রয়েছে এই জাদুঘরে। এর একটি সক্রিয় ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটের বিষয়গুলো লেখা হয়েছে ইংরেজিতে। লগইন করতে হবে : http://www.liberationwarmuseum.org/index.html
৩. জেনোসাইড বাংলাদেশ
১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বাংলাদেশের সর্বত্র গণহত্যা এবং নারী নির্যাতন ও ধর্ষণের স্পষ্ট প্রমাণ রয়েছে। তবে এর সঠিক সংখ্যা নির্ধারণ করা খুবই কঠিন। সময়ের ব্যবধানে এই বিষয়গুলো আরো জটিল আকার ধারণ করেছে। তবে মুক্তিযুদ্ধের সময় এবং তার আগে-পরে বিদেশি সাংবাদিকরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাকিস্তানি বাহিনীর অত্যাচারের কথা স্পষ্টভাবে তুলে ধরেছেন, প্রতিবাদ জানিয়েছেন লেখার মাধ্যমে। এই সব গণহত্যা এবং ধর্ষণের বেশকিছু অকাট্য প্রমাণ পাওয়া যাবে জেনোসাইড বাংলাদেশের ওয়েবসাইটে। এর বিষয়গুলো লেখা হয়েছে ইংরেজিতে। ওয়েবসাইটের ঠিকানা : http://www.genocidebangladesh.org/
৪. আইসিএসএফ
২০০৯ সালে ওয়ার ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম, ডব্লিউসিএসএফ নামে যাত্রা শুরু করে। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে রাখা হয় ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম, আইসিএসএফ। মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন লেখা এবং তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে। বিভিন্ন গবেষণার খবরও রয়েছে এতে। এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই লেখা হয়েছে এই সাইটের বিষয়গুলো। ওয়েবসাইটের ঠিকানা : http://icsforum.org/
৫. উইকিপিডিয়া
বিনামূল্যে তথ্য পাওয়ার জন্য ইন্টারনেটের জনপ্রিয় সাইট উইকিপিডিয়া। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন সময়ের তথ্য রয়েছে উইকিপিডিয়ায়। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই কনটেন্ট রয়েছে উইকিপিডিয়ার। মুক্তিযুদ্ধের বিভিন্ন সময়ের ঘটনাপঞ্জি ইংরেজিতে দেখা যাবে http://bit.ly/1xi5uKl ঠিকানায়। বাংলায় পাওয়া যাবে http://bitly.com/1mTK4wk ঠিকানায়।