দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো তাজমহল
ভারতের ঐতিহ্যবাহী তাজমহলসহ সব মিনার, স্মৃতিসৌধ ও জাদুঘর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। আজ বুধবার থেকে দর্শনার্থীরা এসব স্থাপনা দেখতে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহ আঘাত থেকে অর্থনীতিকে পুনরুদ্ধারের উদ্যোগের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ব্যাপারে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ (এএসআই) একটি নির্দেশিকা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, দর্শনার্থীরা তাজমহলের ভেতরে কোনও কিছু স্পর্শ করতে পারবেন না। এ ছাড়া প্রবেশের টিকিট অনলাইনে সংগ্রহ করতে হবে। স্থাপনাগুলোতে কোনও টিকেট বিক্রি হবে না।
এএসআইয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, তাজমহলের পুরো এলাকা দিনে তিন বার জীবাণুমুক্ত করা হবে। এ ছাড়া দর্শনার্থীদের মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক।
আগ্রা জেলা ম্যাজিস্ট্রেট প্রভু সিং জানান, একই সময়ে কেবল ৬৫০ জন দর্শনার্থীকে তাজমহল ও এর আশেপাশের এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে।
স্বাভাবিক সময়ে এই স্মৃতিস্তম্ভে দৈনিক প্রায় ২০ হাজার দর্শনার্থী আসতেন। করোনা মহামারি আঘাত হানার আগে, বছরে প্রায় ৭০ থেকে ৮০ লাখ মানুষ এখানে বেড়াতে যেতেন।