আইএস-কে নেতার তথ্য চেয়ে ৮৬ কোটি টাকা পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) খোরাসান শাখার (আইএ-কে) নেতা সানাউল্লাহ গাফরির অবস্থান ও পরিচয় সম্পর্কিত যে কোনো তথ্য চেয়ে ১০ মিলিয়ন অর্থাৎ এক কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমার ৮৬ কোটি টাকার বেশি।
স্থানীয় সময় সোমবার কাবুল হামলার সঙ্গে জড়িত এমন যে কারও তথ্য চেয়ে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর এই অর্থ পুরস্কার হিসেবে ঘোষণা করে। খবর আল জাজিরার।
আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে হামলা পর আলোচনায় আসে জঙ্গি গোষ্ঠী আইএসের খোরাসান শাখা (আইএস-কে)। গত বছর ২৬ আগস্টের হামলায় নিহত হন ১৭০ জন। নিহতদের মধ্যে ১৩ জন মার্কিন সৈন্যও ছিলেন। পরে ওই হামলার দায় স্বীকার করে আইএস-কে।
ওয়াশিংটনের তথ্য বলছে, আইএস-কের প্রধান এখন সানাউল্লাহ গাফরি, যিনি শাহাব আল-মুহাজির নামেও পরিচিত। ২০২০ সালের জুন মাসে আইএস তাকে খোরাসান শাখার প্রধান হিসেবে নিযুক্ত করেছিল।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর জানায়, আইএস-কে আফগানিস্তানে যে হামলা চালিয়েছে, তার জন্য দায়ী গাফরি। গতবছর নভেম্বরে তাকে বিদেশি সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করা হয়।
এর আগে বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, আফগানিস্তানের কাবুলে হামলা চালানো আইএস-কে সংগঠনটির পূর্ণ নাম ইসলামিক স্টেট অব খোরাসান। জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর আঞ্চলিক সহযোগী শাখা হিসেবে কাজ করছে তারা।
বর্তমান আফগানিস্তান ও পাকিস্তান নিয়ে প্রাচীন আমলে যে অঞ্চল সেটিই খোরাসান নামে পরিচিত ছিল। বর্তমানে আইএস-কে আফগানিস্তান ও পাকিস্তানে সক্রিয় রয়েছে বলে জানা গেছে।