আদালত প্রাঙ্গণে স্ত্রীকে গলা কেটে হত্যা করলেন স্বামী
আদালতে এক ব্যক্তি তার স্ত্রীর গলা কেটেছে যেখানে তারা বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করার পরে একটি কাউন্সেলিং সেশনে যোগ দিতে গিয়েছিল। হামলার পর ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলেও পথচারীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। মহিলাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর কয়েক মিনিট আগে কাউন্সেলিং সেশনে ওই দম্পতি তাদের সাত বছরের সংসার বাঁচাতে ফের একসঙ্গে থাকতে সম্মত হয়েছিলেন।
ভারতের কর্ণাটকের একটি পারিবারিক আদালতে এ ঘটনা ঘটে। হাসন জেলার হোলেনরাসিপুর পারিবারিক আদালতে এক ঘণ্টার কাউন্সেলিং শেষে শিবকুমারের স্ত্রী চৈত্রা যখন বেরিয়ে আসেন, তখন শিবকুমার তাঁকে অনুসরণ করেন। তিনি তাঁকে অনুসরণ করে ওয়াশরুমে যান এবং একটি ছুরি দিয়ে তাঁর গলা কেটে ফেলেন। এতে চৈত্রার প্রচুর রক্তক্ষরণ হয়। এসময় পালানোর চেষ্টা করলে পথচারীরা শিবকুমারকে ধরে ফেলে। পরে তারা তাঁকে পুলিশে দেন। তাৎক্ষণিক চৈত্রাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু, গভীর ক্ষত থেকে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়
এদিকে, আদালতে অস্ত্র নিয়ে শিবকুমার কীভাবে আদালতে ঢুকল, পুলিশ কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে।