আফগানিস্তানে ৩২ টন চিকিৎসা সহায়তা পাঠিয়েছে ভারত
আফগানিস্তানে মানবিক সহায়তার অংশ হিসাবে ৩২ টন প্রয়োজনীয় ওষুধসহ চিকিৎসতা সহায়তা দিয়েছে ভারত। বৃহস্পতিবার আফগানিস্তানকে চিকিৎসা সহায়তার দশম ব্যাচ হস্তান্তর করে দেশটি।
চালানটি কাবুলের ইন্দিরা গান্ধী হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, 'আফগান জনগণকে সহায়তা করার জন্য জাতিসংঘের জরুরি আবেদনের প্রেক্ষিতে ভারত এখন পর্যন্ত দশটি ব্যাচে ৩২ টন চিকিৎসা সহায়তা সরবরাহ করেছে, যার মধ্যে রয়েছে প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ওষুধ, টিবি-বিরোধী ওষুধ, কোভিডের ৫ লাখ ডোজ টিকা। এই চিকিৎসা চালানগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইন্দিরা গান্ধী শিশু হাসপাতালের কাছে হস্তান্তর করা হয়েছে।'
ভারত আফগানিস্তানের জনগণের সঙ্গে একটি বিশেষ সম্পর্ক অব্যাহত রাখতে এবং তাদের মানবিক সহায়তা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে বলা হয়েছে।
শুধু চিকিৎসা সহায়তা নয়, মানবিক সহায়তা হিসেবে আফগানিস্তানকে গমও দিয়েছে ভারত। ভারত থেকে আড়াই হাজার টন গমের মানবিক সহায়তার প্রথম চালান ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান হয়ে আফগানিস্তানের জালালাবাদে পৌঁছেছিল। এ ছাড়া দুই হাজার মেট্রিক টন গম নিয়ে ভারতের মানবিক সহায়তার দ্বিতীয় চালান ৩ মার্চ আটারি, অমৃতসর থেকে আফগানিস্তানের জালালাবাদে পৌঁছায়। এ ছাড়া পরে আরও দুই হাজার টন গম পাঠিয়েছে ভারত।
ভারতীয় প্রতিনিধি দল আফগানিস্তানে মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম তদারকি করতে কাবুল সফর করেছে এবং তালেবানের সিনিয়র সদস্যদের সঙ্গে দেখা করেছে। পরিদর্শনকালে সেখানকার নিরাপত্তা পরিস্থিতির একটি মূল্যায়ন করে ভারতীয় প্রতিনিধি দল।
গত বছরের ১৫ আগস্ট তালেবান কাবুলে প্রবেশ করে, যার ফলে মার্কিন সমর্থিত সরকার পদত্যাগ করে। পরে সেপ্টেম্বরে দলটি আফগানিস্তানের নতুন অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেয়।
দেশটি বর্তমানে তালেবান দখলের পর গভীরতর অর্থনৈতিক, মানবিক এবং নিরাপত্তা সংকটে ভুগছে। আন্তর্জাতিক সম্প্রদায় আফগান জনগণকে বিভিন্ন সহায়তা দিয়ে আসছে।