আফ্রিকায় করোনার আগ্রাসী সংক্রমণ, জরুরি পদক্ষেপের আহ্বান ডব্লিউএইচও’র
আফ্রিকায় কোভিড-১৯-এর অতিসংক্রামক ভারিয়্যান্ট ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সত্বর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনুযায়ী, ছয় সপ্তাহ ধরে আফ্রিকাজুড়ে প্রতি সপ্তাহে ২৫ শতাংশ হারে কোভিড সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। আর, এই সংক্রমণ বৃদ্ধির পেছনে রয়েছে করোনার নতুন আগ্রাসী ডেলটা ভেরিয়্যান্ট। আফ্রিকায় করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৫০ লাখ ৪০ হাজারের বেশি এবং সেখানে করোনার সংক্রমণে এক লাখ ৪১ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক মাতশিদিসো মোয়েতি করোনার আরও সংক্রমণশীল আলফা ও বেটা ভ্যারিয়্যান্টের দ্রুত বিস্তার সম্পৰ্কেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এরই মধ্যে ডেলটা ভেরিয়্যান্ট আফ্রিকাজুড়ে মহামারির হুমকিকে নতুন মাত্রায় নিয়ে গেছে।
মাতশিদিসো মোয়েতি বলেন, আফ্রিকায় করোনার তৃতীয় ঢেউয়ের মতো সংক্রমণের গতি ও ভয়াবহতা আমরা আগে কোথাও দেখিনি। এখানে প্রতি তিন সপ্তাহে সংক্রমণ দ্বিগুণ হারে বাড়ছে। গত সপ্তাহে দুই লাখের বেশি সংক্রমণ রেকর্ড করা হয়েছে। তিনি আরও বলেন, ভয়ংকর এক বিপর্যয়ের মুখে এখন এই মহাদেশ।
একই সঙ্গে, ডব্লিউএইচও আফ্রিকার ৩৮টি দেশে ১৫ শতাংশ মৃত্যুর হার বৃদ্ধির কথা জানায়। রিপোর্টে দ্রুত সংক্রমণশীল আগ্রাসী ডেলটা ভ্যারিয়্যান্টই এর জন্য দায়ী বলে জানানো হয়। ষোলটি দেশে ডেলটা ভেরিয়্যান্ট এখন অত্যন্ত সক্রিয় বলে জানানো হয়েছে।
পরিচালক মোয়েতি বলেন, বহু মানুষ সংক্রমিত হচ্ছে, যাদের হাসপাতালে চিকিৎসার প্রয়োজন। তিনি বলেন, ডেলটা ভ্যারিয়্যান্টের কারণে অসুস্থতা দীর্ঘায়িত এবং চরম আকার ধারণ করছে বলে আরও বেশি প্রমাণ পাওয়া যাচ্ছেI
পরিচালক মোয়েতি আরও বলেন, ভ্যাকসিন এখন বিশ্বের ধনী দেশগুলোতেই বেশি সহজলভ্য, আফ্রিকাতে নয়। তিনি জরুরি ভিত্তিতে উন্নত দেশগুলোর প্রতি তাদের উদ্বৃত্ত ভ্যাকসিন আফ্রিকা মহাদেশের সহায়তায় দান করার আহ্বান জানিয়েছেন।