ইউক্রেনের জন্য আরও ৭২৫ মিলিয়ন ডলারের মার্কিন সামরিক প্যাকেজ
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য লক্ষ্যবস্তুতে রাশিয়ার অব্যাহত হামলার মুখে এ সপ্তাহে ইউরোপীয় মিত্র দেশগুলোর তড়িঘড়ি করে দেওয়া সাহায্যের ঘোষণার পর হোয়াইট হাউস জানিয়েছে যুক্তরাষ্ট্র ইউক্রেনে আরও ৭২৫ মিলিয়ন ডলারের অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম পাঠাতে যাচ্ছে।
শুক্রবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন বলেন, ‘ইউক্রেন জুড়ে বেসামরিক লোকজনের ওপর রাশিয়ার নিষ্ঠুর ক্ষেপনাস্ত্র আক্রমণ ও রুশ বাহিনীর অব্যাহত নৃশংসতার প্রমাণের ভিত্তিতে পাঠানো হচ্ছে এই সামরিক সহায়তা।’ পরে এক টুইট বার্তায় তিনি বলেন, ‘ইউক্রেনের প্রতিরোধ যোদ্ধারা রুশ বাহিনীকে কোণঠাসা করে ফেলায় যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ করছে।’
যুক্তরাষ্ট্রের সবশেষ এই সামরিক প্যাকেজে রয়েছে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম-(হিমারস) এর জন্য আরও গোলাবারুদ। আর এর মাধ্যমে ইউক্রেনে জো বাইডেন প্রশাসনের দেওয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ১৮.৩ বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছালো।
যুক্তরাষ্ট্র এর আগে ২০টি হিমারস রাকেট সিস্টেম দিয়েছিল ইউক্রেনকে এবং প্রতিশ্রুতি দিয়েছে আরও ১৮টি সরবরাহের। ইউক্রেনে রাশিয়ার নতুন করে সৈন্য পাঠানোর কাজে বাধা দেওয়ার জন্য দেশটির গোলাবারুদের ডিপো, সেতু ও অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত হানতে হিমারস রকেট সিস্টেম ইউক্রেনের যোদ্ধাদের সামর্থ বেশ বাড়িয়ে দিয়েছে।
আট মাসে গড়ানো যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে ইউক্রেন এই রকেট সিস্টেম বেশ সাফল্যের সাথেই ব্যবহার করে আসছে আর মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন নতুন প্যাকেজে এই অস্ত্রশস্ত্রগুলোর জন্য আরও কয়েক হাজার রাউন্ড গোলাবারুদ দেওয়া হচ্ছে।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, এই মুহূর্তে ইউক্রেনের প্রয়োজন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আরও সহায়তা। বিবৃতিতে বলা হয়, রাশিয়ার সেনারা ইউক্রেনের প্রধান শহরগুলোকে লক্ষ্য করে শত শত রকেট ছুঁড়ে মারছে। এই রকেট ও ক্ষেপনাস্ত্রের কিছু ইউক্রেন গুলি করে ভূপাতিত করেছে তবে তাদের আকাশ প্রতিরক্ষায় আরও সহায়তা প্রয়োজন।
এ বিষয়ে পেন্টাগনের একজন সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় রাশিয়া ইউক্রেনে ৮০টির মতো ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে আর ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এর প্রায় অর্ধেক ভূপাতিত করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানান, এসব ক্ষেপনাস্ত্রের একটি ধ্বংস করতে ইউক্রেনকে একাধিক পাল্টা ক্ষেপনাস্ত্র বা রকেট ছুঁড়তে হয়, যে জন্য তাদের প্রচুর গোলাবারুদ প্রয়োজন।