ইউক্রেনের জন্য ৩৩০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজের প্রস্তাব বাইডেনের
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তা দিতে কংগ্রেসের কাছে ৩৩ বিলিয়ন (তিন হাজার ৩০০ কোটি) মার্কিন ডলার চেয়েছেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন—যুক্তরাষ্ট্র ‘রাশিয়া আক্রমণ করবে না।’ খবর বিবিসির।
জো বাইডেন বৃহস্পতিবার এক ভাষণে নিজের পরিকল্পনার কথা জানিয়ে মার্কিন আইনপ্রণেতাদের উদ্দেশে বলেন, চুক্তিটি অনুমোদন করা ‘অত্যন্ত জরুরি’, কারণ এটি ইউক্রেনকে আত্মরক্ষা করতে সহায়তা করবে।
বিবিসি জানিয়েছে, ইউক্রেনকে জো বাইডেনের সহায়তা প্যাকেজের প্রস্তাবের মধ্যে দুই হাজার কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে সামরিক খাতে। আর, অর্থনৈতিক সহায়তা খাতে ৮৫০ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে এবং ৩০০ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে মানবিক সহায়তা খাতে।
জো বাইডেন তাঁর ভাষণে বলেন, ‘এটি সস্তা কোনো সাহায্য নয়। কিন্তু, আগ্রাসনের কাছে নতি স্বীকার করে সেটিকে আমরা চলতে দিলে এর চেয়ে বেশি মূল্য চুকাতে হবে।