ইউক্রেনের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে রুশ সেনা প্রত্যাহার চায় ইইউ
দক্ষিণ ইউক্রেনের জাপোরিজ্জিয়া পরমাণু বিদুৎকেন্দ্র থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার দাবি করে যৌথ বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ৪২ দেশ। সিএনএনের প্রতিবেদনে আজ সোমবার এ তথ্য দেওয়া হয়।
বিবৃতি দেওয়া দেশগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রও রয়েছে।
১২ আগস্ট তারিখ উল্লেখ করা ওই যৌথ বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেনের জাপোরিজ্জিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যদের প্রত্যাহার করতে রাশিয়ান ফেডারেশনের আহ্বান জানাই।’
বিবৃতিতে বলা হয়, ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউক্রেনীয় সীমান্তের অভ্যন্তরে অবস্থিত পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি থেকে রুশ সেনা প্রত্যাহার করলে এর পরিচালনার দায়িত্বরতরা এবং ইউক্রেনীয় কর্তৃপক্ষ পুনরায় কাজ শুরু করতে পারবে।’
এর আগে গত বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশনের (আইএইএ) প্রধান রাফায়েল ম্যারিয়ানো গ্রসি বলেন, পরমাণু কেন্দ্রটির অবস্থা উদ্বেগজনক। আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের জরুরি পরিদর্শনের আহ্বানও জানান তিনি।
রুশ সেনা প্রত্যাহার করা হলে আইএইএ যথাসময়ে পরমাণু কেন্দ্রটি পরিদর্শন ও পর্যবেক্ষণ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় ইইউ এবং ৪২ দেশের বিবৃতিতে।