ইউক্রেনের প্রত্যাশায় পানি ঢাললেন রুশ শীর্ষ কূটনীতিক : বিবিসি
সম্প্রতি ইস্তাম্বুলে আয়োজিত রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় ইউক্রেন ন্যাটোতে যোগদানের ইচ্ছা পরিত্যাগ করে। এ ছাড়া ইউক্রেন নিরাপত্তার নিশ্চয়তার বিনিময়ে জোটনিরপেক্ষে রাষ্ট্র হওয়ার প্রস্তাব দেয় এবং রুশ অধিকৃত ক্রিমিয়া নিয়ে আলোচনার জন্য ১৫ বছরের সময় চায়।
কিন্তু, জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার ডেপুটি স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি যা বলছে, তা ইউক্রেনের প্রস্তাবে ঠান্ডা পানি ঢালার মতোই। খবর বিবিসির।
দিমিত্রি পলিয়ানস্কির সঙ্গে কথা বলেছেন বিবিসি নিউজের নাদা তৌফিক।
নাদা তৌফিক বলেন, ‘তিনি (দিমিত্রি পলিয়ানস্কি) আমাকে বলেছেন, শান্তি চুক্তির বিষয়ে সুনির্দিষ্ট করে বলার সময় এখনও আসেনি। আর, ক্রিমিয়া ও দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ ইউক্রেনকে ফিরিয়ে দেওয়ার ইস্যুটি আলোচনার বাইরেই রয়েছে।’
‘ক্রিমিয়া রুশ ফেডারেশনের অংশ। আমি মনে করি, এ ইস্যুটি সমাপ্ত। তাই, এ বিষয়ে আলোচনা করার কিছু নেই’, যোগ করেন দিমিত্রি পলিয়ানস্কি।
যদিও রাশিয়ার ক্রিমিয়া দখলে নেওয়াকে আন্তর্জাতিক অঙ্গন স্বীকৃতি দেয়নি।
তবে, ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নে যোগ দিলে রাশিয়া তা মেনে নেবে কি না, সে বিষয়ে দিমিত্রি পলিয়ানস্কি নিশ্চিতভাবে কিছু জানাননি। তিনি বলেছেন, এ বিষয়ে মস্কোতে বিভিন্ন মতামত রয়েছে।
এ ছাড়া দিমিত্রি পলিয়ানস্কি দাবি করেছেন—তাঁর দেশের সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ীই চলেছে। একই সঙ্গে হোয়াইট হাউস যে রুশ প্রেসিডেন্ট পুতিনকে বিভ্রান্ত করা হচ্ছে বলে দাবি করেছে, তা ‘হাস্যকর’ বলে উল্লেখ করেন দিমিত্রি পলিয়ানস্কি।
এ ছাড়া ইউক্রেনে যুদ্ধ ইস্যুতে দিমিত্রি পলিয়ানস্কি বিবিসির বেশির ভাগ প্রশ্নে মূল প্রসঙ্গ এড়িয়ে উত্তর দেন।
রাশিয়া কি বেসামরিক লোকজনের ওপর গোলাবর্ষণ করছে এবং মানবতাবিরোধী অপরাধ করছে—এমন প্রশ্নের উত্তরে দিমিত্রি পলিয়ানস্কি বলেন, (এগুলো) ‘ভুয়া খবর।’
রাশিয়া মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে কি না, তার জবাবে দিমিত্রি পলিয়ানস্কি পাল্টা অভিযোগ করেন—দোষ রাশিয়ার নয়, ইউক্রেনের নাগরিকেরাই দোষী।
এ ছাড়া রাশিয়ার জেনারেলদের বেশি সংখ্যায় নিহত হওয়ার খবরও উড়িয়ে দেন দিমিত্রি পলিয়ানস্কি।
তবে, বিবিসির প্রতিবেদনে বলা হয়—জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটাভুটির রেকর্ড যদি আমলে নেওয়া হয়, তা হলে বলতে হবে—খুব কম দেশই মস্কোর অপপ্রচারে বিশ্বাস করে।