ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের আগ্রাসনকে ‘জিনিয়াস’ বললেন ট্রাম্প
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর সিদ্ধান্ত এবং পুতিনের আগ্রাসনকে ‘জিনিয়াস’ বলে প্রশংসা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার এক রেডিও অনুষ্ঠানের অতিথি ছিলেন ট্রাম্প। সেখানে তিনি এ কথা বলেন। বার্তা সংস্থা এএফপির বরাতে সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এ খবর জানিয়েছে।
গত সোমবার পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চলকে পুতিন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। এ বিষয়ে রেডিও অনুষ্ঠানের উপস্থাপক জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘গতকাল আমি টেলিভিশনে ভাষণ চলতে দেখছিলাম। (দেখে) আমি বললাম, এটা সত্যিই জিনিয়াস! পুতিন ইউক্রেনের বড় একটি অংশকে স্বাধীন ঘোষণা করলেন। ওহ! এটা দারুণ একটা ব্যাপার।’
ট্রাম্প আরও বলেন, পুতিনের কৌশল ছিল খুবই ‘স্মার্ট’। মেক্সিকো সীমান্তে যুক্তরাষ্ট্রও এমন কৌশল অবলম্বন করতে পারত। তবে, কী ধরনের কৌশল, সে ব্যাখ্যা দেননি ট্রাম্প।
পরে পৃথক বিবৃতিতে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, জো বাইডেন যদি পরিস্থিতি ভালোভাবে সামাল দিতে পারতেন, তাহলে ইউক্রেনের এ সংকট এড়ানো যেত।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি ভ্লাদিমির পুতিনকে ভালো করে চিনি। পুতিন এখন যা করছেন, ট্রাম্প প্রশাসনের সময় কখনোই এমন কিছু করতেন না।’
এ ছাড়া পূর্ব ইউক্রেনে পুতিনের রুশ সেনা পাঠানোর নির্দেশ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘এখন এটা শুরু হয়ে গেছে। জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে। পুতিন সব সময় যা চান, এখন তিনি শুধু তাই পাচ্ছেন না, বরং এর চেয়ে বেশি কিছু পাচ্ছেন। তেল ও গ্যাসের দাম বৃদ্ধির কারণে (মস্কো) আরও ধনী হচ্ছে।’
মস্কোর স্থানীয় সময় গত সোমবার রাতে রুশ প্রেসিডেন্ট পুতিন পূর্ব ইউরোপের দুই অঞ্চল—দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন। পুতিন এ দুটি অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার পর এর নিন্দা জানান বিশ্ব নেতৃবৃন্দ।