ইউক্রেনের লভিভে অস্ত্রের ডিপো ধ্বংস করা হয়েছে : রাশিয়া
ইউক্রেনের লভিভে একটি অস্ত্রের ডিপো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার এমন দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি জানানো হয়।
ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের লভিভ অঞ্চলে পোল্যান্ডের সরবরাহ করা অস্ত্রের একটি ডিপো ধ্বংস করা হয়েছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।
অন্যদিকে, পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লুকাসজ জ্যাসিনা বলেছেন, ‘আমার কাছে এমন তথ্য নেই। আমি এটি নিশ্চিত করতে পারছি না।’