ইউক্রেন পুতিনের ঘনিষ্ঠ মিত্রের মেয়েকে হত্যা করেছে : রাশিয়া
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দার্শনিক আলেকজান্ডার দুগিনের মেয়ে দারিয়া দুগিনাকে ইউক্রেনীয় গোয়েন্দারা হত্যা করেছে বলে অভিযোগ করেছে রাশিয়া। আজ সোমবার রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) পক্ষ থেকে বলা হয়, এ হত্যাকাণ্ডে ইউক্রেন সরাসরি জড়িত। খবর বিবিসির।
তবে ইউক্রেন এ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
রুশ সংবাদমাধ্যমকে এফএসবি বলেছে, গত জুলাইয়ে এক ইউক্রেনীয় নারী তার মেয়েসহ রাশিয়ায় প্রবেশ করে। ইউক্রেনের বিশেষ গোয়েন্দা সংস্থার সঙ্গে চুক্তিভিত্তিক কাজ করেন ওই নারী।
এফএসবি বলছে, দুগিনা যে ভবনে থাকতেন, একই ভবনের একটি ফ্ল্যাট এক মাসের জন্য ভাড়া নেন ওই নারী। সেখানে থেকে আক্রমণের পরিকল্পনা চালান তিনি। ঘটনার দিন মস্কো থেকে একটি গাড়িতে করে দুগিনার পিছু নেন তিনি। গাড়িটির ভিন্ন ভিন্ন তিনটি নম্বর প্লেটও ব্যবহার করেন তিনি। বিস্ফোরণের ঘটনার পর সন্দেহভাজন নারী এস্তোনিয়ায় পালিয়ে গেছেন।
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদলিয়াক বলেছেন, “ঘটনার ব্যাখ্যায় এফএসবি যা বলছে, এটি আসলে ‘কাল্পনিক বিশ্ব’র অংশ হিসেবে রুশ প্রোপাগান্ডা।”
গতকাল রোববার মস্কোর নিকটে গাড়িবোমা বিস্ফোরণে নিহত হন ২৯ বছর বয়সি সাংবাদিক দারিয়া দুগিনা। গাড়িটি নিজেই চালাচ্ছিলেন তিনি। ছুটির দিনে বাবা-মেয়ে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বাড়ি ফিরছিলেন মেয়ে। বাবারও একই গাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ বেলায় হঠাৎ সিদ্ধান্ত বদলে মেয়েকে একাই যেতে বলেন আলেকজান্ডার দুগিন। সাংবাদিক দারিয়া দুগিনের বাবা দার্শনিক আলেকজান্ডার দুগিন পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি। দার্শনিক দুগিন ‘পুতিনের মস্তিষ্ক’ নামেও পরিচিত।