ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার জ্বালানি ডিপোতে অগ্নিকাণ্ড
ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোড অঞ্চলে একটি জ্বালানি ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার গোলাগুলির পরে এই অগ্নিকাণ্ড ঘটে। বেলগোরোড গভর্নর গোলাগুলির উত্স না জানিয়ে এসব তথ্য দিয়েছেন। খবর রয়টার্স।
বেলগোরোডসহ রাশিয়ার সীমান্ত অঞ্চলগুলো অগ্নিকাণ্ডের বিষয়ে ইউক্রেনকে অভিযুক্ত করেছে। তারা বলছে, ২৪ ফেব্রুয়ারি মস্কো তার সশস্ত্র বাহিনীকে ইউক্রেনে পাঠানোর পর থেকে বিদ্যুৎ লাইন এবং জ্বালানির দোকানসহ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে। যদিও কিইভ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।
বেলগোরোড অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ সোশ্যাল মিডিয়ায় আগুনের শিখা এবং কালো ধোঁয়ার ছবি পোস্ট করে বলেছেন, ‘গোলাগুলি হয়েছে। একটি শেল বেলগোরোডের একটি তেল ডিপোতে আঘাত হানে। জরুরি পরিষেবা ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এই আগুন ছড়ানোর কোনো আশঙ্কা নেই।’
তাস নিউজ এজেন্সির বরাতে রয়টার্স তার প্রতিবেদনে বলছে, স্থানীয় জরুরী পরিষেবা বলেছে, অবশিষ্ট ডিজেল জ্বালালিসহ ১০টি ট্যাঙ্কের একটিতে আগুন লাগে। গ্ল্যাডকভ জানিয়েছেন, আগুন নিভিয়ে ফেলা হয়েছে।