ইউরোপে পাইপলাইনে গ্যাস সরবরাহ অর্ধেক করল রাশিয়া
রাশিয়ার বৃহৎ জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম রক্ষণাবেক্ষণ কাজের জন্য তারা তাদের মূল পাইপলাইন দিয়ে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গ্যাস সরবরাহ অর্ধেক করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।
গ্যাজপ্রম বলেছে, নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের আরেকটি টারবাইন বন্ধ করার কারণে গ্যাসের দৈনিক উৎপাদন ২০ শতাংশ হ্রাস হয়েছে। এ কারণে সরবরাহ অর্ধেকে নামিয়ে আনা হয়েছে।
এতে ইইউভুক্ত দেশগুলোর জন্য শীতের আগে তাদের জ্বালানি ভাণ্ডার ফের পূরণ করা আরও কঠিন হয়ে উঠবে বলে জানিয়েছে বিবিসি।
নর্ড স্ট্রিম-১ পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহ করা হয়। কয়েক সপ্তাহ ধরেই এ পাইপলাইন দিয়ে সক্ষমতার চেয়ে অনেক কম গ্যাস সরবরাহ করা হচ্ছে আর চলতি মাসের প্রথমদিকে রক্ষণাবেক্ষণের জন্য এটি ১০ দিন পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল।