ইজ্জত দেওয়ার মালিক কেবল আল্লাহ : ইমরান খান
অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর সোমবার প্রথমবারের মতো পাকিস্তানের পার্লামেন্টে উপস্থিত হন ইমরান খান। সেখানে ইমরান বলেন, সম্মান দিতে পারেন কেবল সৃষ্টিকর্তাই।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, সোমবার বিকেলে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে জাতীয় পরিষদের যখন অধিবেশন চলছে, সে সময় পার্লামেন্টে উপস্থিত হন ইমরান।
গত শনিবার যখন তাঁর বিরুদ্ধে তোলা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি চলছিল, তখন তিনি পার্লামেন্টে ছিলেন না। তাঁর দলের বেশিরভাগ এমপিও অনুপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত ১৭৪-০ ভোটে অনাস্থা প্রস্তাব পাস হয়।
ইমরানকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে রোববার রাতে পিটিআই সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ করে। সোমবার পার্লামেন্টে উপস্থিত সাংবাদিকরা ওই বিপুল জমায়েতের বিষয়ে প্রশ্ন করলে ইমরান বলেন, ‘আমাদেরকে ইজ্জত তো দিতে পারেন আল্লাহ।’
উল্লেখ্য, পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে বিরোধী জোটের আনা অনাস্থা ভোটে হেরে বিদায় নেয় ইমরান খানের সরকার। নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিরোধী জোট। এরই ধারাবাহিকতায় পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ দেশটির ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর জাতীয় পরিষদে প্রথম বক্তব্য দেন শাহবাজ। বক্তব্যের শুরুতেই তিনি পাকিস্তানকে রক্ষা করায় আল্লাহকে ধন্যবাদ জানান।
শাহবাজ বলেন, পাকিস্তানের ইতিহাসে এবারই প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এর মাধ্যমে খারাপের ওপর ভালোর কর্তৃত্ব স্থাপন হয়েছে।
মুসলিম লিগ-এন এর প্রধান আরও বলেন, পাকিস্তানের ইতিহাসে এটি একটি বড় দিন। কারণ সংবিধান ও বৈধভাবে একজন সিলেক্টেক প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের নির্দেশ দিয়ে অবৈধ পন্থাকে মাটি চাপা দেওয়ায় তিনি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতে কেউ আর অবৈধভাবে ক্ষমতায় থাকার ওপর নির্ভর করতে পারবে না।