ইমরান খানের গ্রেপ্তার চাইলেন মরিয়ম নওয়াজ
পাকিস্তানের প্রধানমন্ত্রী, পার্লামেন্টের স্পিকার ও ডেপুটি স্পিকারকে গ্রেপ্তারের আদেশ জারি করতে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। পাকিস্তান এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এমনটি জানানো হয়।
শনিবার এক টুইটে মরিয়ম নওয়াজ প্রধানমন্ত্রী ইমরান খান এবং স্পিকার ও ডেপুটি স্পিকারের গ্রেপ্তারে সুপ্রিম কোর্টকে উদ্যোগ নিতে বলেন। একই সঙ্গে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ভঙ্গ করায় অবিলম্বে সুয়োমটো নোটিশ জারিরও আবেদন জানান মরিয়ম।
টুইটে মরিয়ম নওয়াজ বলেন, ‘সরকারের দেওয়া কোনো আদেশ আমলাতন্ত্র বা প্রশাসন যেন না মান্য করে।’