ইরানে ধর্মগুরুদের মাথার পাগড়ি ফেলে দিচ্ছে বিক্ষোভকারীরা (ভিডিও)
নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে প্রায় দুই মাস ধরে আন্দোলন চলছে ইরানে, যা এরই মধ্যে দাবানলে পরিণত হয়েছে। আন্দোলনের ঢেউয়ের ধাক্কায় হিমশিম খাচ্ছে ইরানের প্রশাসন।
এবার আন্দোলনকারীদের এক নতুন উপায়ে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে। দেশটির ধর্মগুরুদের রাস্তায় দেখা মাত্রই তাদের মাথা থেকে পাগড়ি খুলে ফেলে দিচ্ছেন বিক্ষোভাকারীরা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এ ধরনের কীর্তির ভিডিও। তাতে দেখা যাচ্ছে, নারী-পুরুষ নির্বিশেষে আন্দোলনকারীরা ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ছেন ওই ধর্মগুরুদের উপরে এবং তাদের মাথা থেকে পাগড়ি ফেলে দিচ্ছেন।
তারপর কাউকে কাউকে ছুটে পালাতে দেখা গেলেও অনেকেই এমন ভাব করছেন যেন কিছুই করেননি। স্রেফ পাগড়িটি ফেলে দিয়ে অম্লানচিত্তে সেখানেই ঘুরে বেড়াচ্ছেন।
গত ১৬ সেপ্টেম্বর ইরানের পুলিশি হেফাজতে মাশা আমিনি নামের এক নারীর মৃত্যুর পর থেকে দেশটিতে বিক্ষোভ চলছে। ওই তরুণীকে বাধ্যতামূলক হিজাব আইন লঙ্ঘনের দায়ে প্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের পর পুলিশ তার ওপর নির্যাতন চালালে মৃত্যু হয় তার।
এরপর দেশজুড়ে নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে তুমুল বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে ইরানি পুলিশের গুলিতে অন্তত ৩০৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।