ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না ওমান
ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়িদ বদর বিন হামাদ আল বুসাইদী বলেছেন, তাঁর দেশ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পরে তৃতীয় উপসাগরীয় দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না, যদিও ওমান আব্রাহাম চুক্তি সমর্থন করে।
লন্ডনভিত্তিক আরবি ভাষার দৈনিক আশারক আল আওসাতকে দেওয়া এক সাক্ষাৎকারে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বুসাইদী বলেন, ‘ওমান দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ব্যাপক ও দীর্ঘস্থায়ী শান্তি অর্জনের ধারণায় বিশ্বাসী। আমরা সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে তৃতীয় উপসাগরীয় দেশ হব না, তবে আমরা ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারকে সমর্থন করি এবং আমরা দেশগুলোর সার্বভৌম সিদ্ধান্তকে সম্মান করি যেমন আমরা আশা করি যে অন্যান্য দেশগুলোও আমাদের শ্রদ্ধা করবে।’
গতকাল শনিবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের প্রতি ওমানের সমর্থন অব্যাহত থাকবে এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের কোনও সম্ভাবনা নেই। খবর গালফ নিউজের।
সাক্ষাৎকারে দুই রাষ্ট্র ভিত্তিক সমাধান সূত্রের ওপর গুরুত্বারোপ করেন বদর বিন হামাদ বিন হামুদ আল বুসাইদী। তিনি বলেন, এটিই সবচেয়ে ভালো সমাধান এবং আন্তর্জাতিক সমাজ দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানের পক্ষে।
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের দেশ ওমানকে যত দ্রুত সম্ভব কাছে টানতে চায় ইসরায়েল। সেই লক্ষ্যেই তৎপরতা চালাচ্ছে দেশটির কর্মকর্তারা।