একসঙ্গে ১০ সন্তানের জন্ম দিলেন সৌদি নারী
সৌদি আরবের ৩৪ বছর বয়সি এক নারী একসঙ্গে পাঁচ জোড়া যমজ সন্তানের জন্ম দিয়েছেন। গত ১২ জানুয়ারি সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে নবজাতক ও মাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
গর্ভধারণের ২৮ সপ্তাহের মাথায় ১০ সন্তানের জন্ম দিয়েছেন মা। শিশুদের ওজন ৯৫০ থেকে এক হাজার ১০০ গ্রামের মধ্যে।
নবজাতকদের সবাই সুস্থ আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টুইটারে সুখবরটি জানিয়ে একটি পোস্ট করা হয়েছে।
সশস্ত্র বাহিনীর হাসপাতালটির অবস্টেরিক্স ও গাইনোকলজি বিভাগের প্রধান মেজর জেনারেল আত্তিয়া আল-জাহরানি ব্যাপক প্রশংসা পেয়েছেন। টু্ইটার পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই হাসপাতাল কর্তৃপক্ষের প্রশংসা করেছেন।