এবার ক্যালিফোর্নিয়ায় গির্জায় গুলিতে নিহত ১, গুরুতর আহত ৪
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে অন্তত এক জন নিহত হয়েছেন। হামলায় গুরুতর আহত হয়েছেন আরও চার জন। স্থানীয় সময় রোববার বিকেলে এ হামলা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরের একটি সুপারমার্কেটে স্থানীয় সময় শনিবার বিকেলে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ১০ জন নিহত হওয়ার এক দিন পর গির্জায় হামলার ঘটনা ঘটল।
ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির শেরিফের দপ্তর এক টুইট বার্তায় জানিয়েছে, রোববার বিকেলে কাউন্টির লেগুনা উডস শহরের একটি গির্জায় এক বন্দুকধারীর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সবাই প্রাপ্তবয়স্ক বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, গির্জায় গুলির ঘটনায় সন্দেহভাজন এক জনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তবে ওই ব্যক্তির নাম–পরিচয় জানানো হয়নি। এ ছাড়া গুলির ঘটনার কারণ সম্পর্কেও প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।
এদিকে, গুলির ঘটনার পর ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।