এবার মিশিগানে গোলাগুলি, নিহত তিন
যুক্তরাষ্ট্রের তিন শহরে বন্দুক হামলায় নয় জন নিহত এবং দুই ডজনের বেশি মানুষ আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে ও রোববার ভোররাতে ঘটনাগুলো ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পুলিশ জানিয়েছে—ফিলাডেলফিয়ায় দুই ব্যক্তির মধ্যে ঝগড়া বন্দুকযুদ্ধের রূপ নেয়। এতে জনাকীর্ণ বার ও রেস্তোরাঁ এলাকায় নির্বিচার গুলিবর্ষণে তিন জন নিহত এবং ১২ জন আহত হয়। এ সময় লোকজন পালানোর চেষ্টাকালে এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশের ভাষ্য—শনিবার মধ্যরাতের পর টেনেসির চ্যাটানুগায় একটি বারের কাছে একই ধরনের গোলাগুলি শুরু হলে তিন জন নিহত ও ১৪ জন আহত হয়।
এদিকে, রোববার ভোররাতের দিকে মিশিগানের সাগেনওতে গোলাগুলির ঘটনায় তিন জন নিহত ও দুজন আহত হয়, পুলিশের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে ডব্লিউইওয়াইআই টেলিভিশন।
আগের দুটি ঘটনার সঙ্গে সম্পর্ক নেই—এমন সাধারণ মানুষ নির্বিচার গুলিবর্ষণে ক্ষতিগ্রস্ত হলেও সাগেনওতে হতাহত সবাই গোলাগুলিতে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে। রোববার সন্ধ্যা পর্যন্ত গুলিবর্ষণের ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে একটি খুচরা পণ্যের দোকানে নির্বিচার গুলিবর্ষণে ১০ জন, এরপর টেক্সাসের ইউভালডের একটি এলিমেন্টারি স্কুলে ১৯ শিশুসহ ২১ জন এবং ওকলাহোমার টালসার হাসপাতাল ভবনে চার জন নিহত হয়। শহরগুলোর বাসিন্দারা এসব হত্যাকাণ্ডের শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি।