খাদ্য সংকটে লাখো মানুষের প্রাণহানির আশঙ্কা ইতালির
রাশিয়া ইউক্রেনের বন্দরগুলো খুলে না দিলে লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইতালি। খাদ্য সংকট নিয়ে ইতালির রোমে চলমান সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মাইও এ আশঙ্কা প্রকাশ করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে আজ বুধবার এমনটি জানানো হয়।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মাইও বলেন, ‘পরিস্থিতি সামাল দিতে আগামী কয়েক সপ্তাহ খুবই কঠিন সময়। কোটি কোটি টন খাদ্য শস্য মজুত থাকা ইউক্রেনের বন্দর যদি রাশিয়া খুলে না দেয়, তাহলে লাখ লাখ মানুষ ক্ষুধার যন্ত্রণায় মারা যেতে পারে।’
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘খোলাখুলিভাবে বলতে চাই, আমরা রাশিয়ার কাছ থেকে একদম পরিষ্কার ও সুনির্দিষ্ট সিগনাল চাইছি। কারণ, খাদ্যশস্য রপ্তানি আটকানো মানে হচ্ছে লাখ লাখ নারী, পুরুষ ও শিশুর মৃত্যুর বিষয় নিয়ে শত্রুতায় লিপ্ত হওয়া।’