খেরসন অঞ্চল দখলে নেওয়ার দাবি রাশিয়ার
ইউক্রেনে চলমান সামরিক অভিযানের তৃতীয় মাসে এসে দেশটির দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চল পুরোপুরি দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া।
সেই সঙ্গে খারকিভ, জাপোরিঝিয়া ও মাইকোলাইভের কিছু অংশ দখলে নেওয়ার দাবি করেছে রুশ সেনারা। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে এক প্রতিবেদনে রোববার এমনটি বলেছে রয়টার্স।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, ‘তারা (রাশিয়া) দনবাসের খারকিভের কাছে আমাদের সৈন্যদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। তারা খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলের অংশে একটি ‘নতুন সরকার’ গঠনের চেষ্টা করছে।’
যুদ্ধের প্রথম দিকে খেরসন শহর দখল করেছিল রাশিয়া। তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন জানায়, রুশ সেনারা আংশিকভাবে এর নিয়ন্ত্রণ হারিয়েছে।
এদিকে গতকাল মঙ্গলবার পুতিন দাবি করেছেন, মারিউপোলের যুদ্ধ শেষ হয়েছে।