গ্যাস নিতে চাইলে রুবলে কিনতে হবে, বলছে রাশিয়া
বন্ধুত্বসুলভ আচরণ করছে না—এমন দেশগুলোর তালিকা করেছে রাশিয়া। এ তালিকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বেশির ভাগ দেশ, সুইজারল্যান্ড, নরওয়ে, যুক্তরাষ্ট্র ও জাপানের নামও রয়েছে। রাশিয়া বলছে, এসব দেশ যদি তাদের কাছ থেকে গ্যাস কিনতে চায়, তাহলে রুশ মুদ্রা রুবল দিয়ে কিনতে হবে।
সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
এরই মধ্যে অনেক দেশ রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা করেছে। আর, এজন্য তারা আর বিশ্বাসযোগ্য নয় বলে জানিয়েছে রাশিয়া। তারা বলছে—অন্য দেশের সঙ্গে রাশিয়ার তেল ও গ্যাস সরবরাহ করার যে চুক্তি রয়েছে, তা বলবৎ থাকবে। তবে, তেল ও গ্যাস নিতে চাইলে ডলার বা ইউরো নয়, বরং রুবল দিয়ে নিতে হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়ার পর রুশ মহাকাশ সংস্থা রসকসমস জানিয়েছে, ভবিষ্যতে কোনো লেনদেন হলে, তারা তা রুবলে করবে।
ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসনের পর থেকে রাশিয়ার বিরুদ্ধে বেশ কিছু কঠোর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে যুক্তরাষ্ট্র, ইইউসহ বেশ কিছু দেশ। এরপর রুবলের মান অনেক কমে যায়। তবে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন সিদ্ধান্তের পর মুদ্রাটির মান বেড়েছে।