ঘূর্ণিঝড় ইয়ান : ফ্লোরিডায় নিহতের সংখ্যা বেড়ে ২৭
পুনরায় শক্তি সঞ্চয় করে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইয়ান। প্রলয়ঙ্কর এই ঝড়ের তাণ্ডবে অন্তত ২৭ জন নিহত এবং কয়েক হাজার মানুষ গৃহহীন হয়েছেন।
ইয়ানকে মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানা সবচেয়ে প্রলয়ংকারী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে একটি বলে অনুমান করা হচ্ছে। চলতি সপ্তাহের বেশির ভাগ সময় ধরে মানুষকে আতঙ্কে রাখা এই আটলান্টিক মহাসাগরের উষ্ণস্রোতে শক্তি সংগ্রহ করে দক্ষিণ ক্যারোলিনায় আঘাত হানার আগে পশ্চিত কিউবায়েআঘাত হানে এবং ফ্লোরিডায় তাণ্ডব চালায়।
সপ্তাহের শুরুতে ফ্লোরিডার উপসাগরীয় উপকূল অতিক্রম করার তুলনায় শুক্রবার অনেক দুর্বল বাতাসসহ ইয়ানের কেন্দ্রস্থল দক্ষিণ ক্যারোলিনার জর্জটাউনের কাছে উপকূলে এসে আঘাত হানে। এর ফলে চার্লসটনের ডাউনটাউন উপদ্বীপের অনেক এলাকা ডুবে গেছে। এতে উপকূল বরাবর মাইর্টল সমুদ্র সৈকতের দুটি সহ মোট চারটি জেটি ক্ষতিগ্রস্ত হয়। অনলাইনে ক্যামেরাগুলোতে দেখা গেছে, গার্ডেন সিটির আশেপাশের অঞ্চলে সমুদ্রের পানি প্রায় হাঁটু পর্যন্ত উঠেছে।
ইয়ান শুক্রবার সন্ধ্যায় উত্তর ক্যারোলিনা যাওয়ার পথে দক্ষিণ ক্যারোলিনা পার হওয়ার সময় ঘূর্ণিঝড় থেকে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এর আগে ইয়ান ফ্লোরিডায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এবং এর উভয় উপকূল প্লাবিত করে। এতে বেশকিছু বাড়ি ধসে যায় এবং সমুদ্র সৈকতের পাড়ে থাকা ব্যবসা প্রতিষ্ঠানগুলোও ক্ষতির মুখে পড়ে। পাশাপাশি অন্তত ২০ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছে।
দুর্যোগ মডেলিং ফার্ম কারেন ক্লার্ক অ্যান্ড কোম্পানির মতে, হারিকেন ইয়ান সম্ভবত ১০ হাজার কোটি মার্কিন ডলারের বেশি ক্ষতি করেছে। যার মধ্যে ছয় হাজার ৩০০ কোটি ডলারের সমপরিমাণ সম্পদের ব্যক্তিগত বীমা করা আছে। সঠিক সংখ্যাটি উঠে আসলে ইয়ান হবে মার্কিন ইতিহাসে চতুর্থ ব্যয়বহুল ঘূর্ণিঝড়।
প্রিয়জনকে শনাক্ত ও উদ্ধার করতে মরিয়া হয়ে সামাজিক যোগাযোগ ব্যবহারকারীরা তাদের পরিবারের সদস্য ও বন্ধুদের ফোন নম্বর, ঠিকানা ও ছবি অনলাইনে শেয়ার করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনে দেওয়া ভাষণে বলেন, তিনি জীবন বাঁচাতে ও বেঁচে যাওয়া ব্যক্তিদের সহায়তা পাঠাতে সম্ভাব্য সমস্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘এর পুনর্নির্মাণ কাজ করতে কয়েক মাস থেকে বছর লাগবে। আমি শুধু ফ্লোরিডার জনগণকে জানাতে চাই—আপনারা যে কষ্টের মধ্যদিয়ে যাচ্ছেন তা আমরা দেখছি এবং আমরা আপনাদের সঙ্গে আছি।’