চীনের অর্থনীতি গতিশীল করতে নীতি বাস্তবায়ন জরুরি : লি
কোভিড মহামারি বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ চীনে ব্যাপক প্রভাব ফেলেছে। এ অবস্থায় দেশটির অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করতে নীতি বাস্তবায়ন এবং আন্তর্জাতিক বাজার ব্যবস্থাকে সমর্থনের ওপর গুরুত্বারোপ করেছেন চীনের স্টেট কাউন্সিলের প্রধান বা প্রিমিয়ার লি কেকিয়াং। খবর বার্তা সংস্থা এএনআই’র।
এদিকে, সিনহুয়া নিউজ জানিয়েছে—সম্প্রতি এক টেলিকনফারেন্সে এ কথা বলেন লি।
লি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটিরও সদস্য।
লি এমন সময়ে এ মন্তব্য করেছেন, যখন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং চীনের কিছু মূলনীতির ব্যাপারে নেতৃত্ব দিচ্ছেন। শি জিনপিংকে চীনের ধীরগতির প্রবৃদ্ধির জন্য দায়ী করা হচ্ছে। বিশেষজ্ঞেরা সতর্ক করেছেন, এ চ্যালেঞ্জটির কারণে তাঁকে চড়া মূল্য দিতে হতে পারে। কারণ, এ বছরের শেষের দিকে তিনি প্রেসিডেন্ট পদে বিতর্কিত তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকতে চান।
চীনের অর্থনীতিকে আগের জায়গায় ফেরাতে নীতি পরিবর্তনের আহ্বান জানিয়ে কয়েক মাস ধরে আলোচনায় রয়েছেন লিং কেকিয়াং। লকডাউনের কারণে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে চাকরির বাজারের একটি ভয়াবহ চিত্র তিনি এ মাসের শুরতে তুলে ধরেছেন। চীনের কর্মসংস্থান পরিস্থিতিকে লি ‘জটিল ও গুরুতর’ বলে অভিহিত করেছেন।
সিএনএন জানিয়েছে, লি চাকরির বাজার বাড়ানো এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য সরকারকে সব স্তরে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এ ছাড়া ছোট ব্যবসাগুলোকে টিকিয়ে রাখা, ইন্টারনেটভিত্তিক অর্থনীতিকে সমর্থন করা, জনগণকে তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে প্রণোদনা দিয়ে উৎসাহ দেওয়া এবং চাকরিচ্যুত কর্মীদের বেকারত্বের সুবিধা দেওয়ার কথা বলেছেন লি।
লি এমন সময়ে এসব বিষয়গুলো তুলে ধরেছেন, যখন চীনের বেকারত্বের হার প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। প্রতি বছর চীনের অর্থনীতিকে গতিশীল রাখতে লাখ লাখ চাকরির সুযোগ তৈরি করতে হবে। এ বছর দেশটির সরকার শহরে কমপক্ষে এক কোটি ১০ লাখ চাকরির সুযোগ তৈরির লক্ষ্য নির্ধারণ করেছেন।