চীনের বিরুদ্ধে বড় ধরনের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তাইওয়ানের
চীনের বিরুদ্ধে বড় ধরনের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনেছে তাইওয়ান। দেশটি বলছে, ১৫টি যুদ্ধবিমান নিয়ে তাইওয়ানের আকাশে মহড়া দিয়েছে চীন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
দ্বিতীয় দিনের মতো তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করল চীনা যুদ্ধবিমানগুলো। এর আগে ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার দিনেও এমনটা করেছে চীনা যুদ্ধবিমান। ওয়াশিংটন এমন ঘটনায় চীনকে সতর্ক করেছে।
গণতান্ত্রিক তাইওয়ানকে নিজেদের দূরবর্তী অঞ্চল মনে করে চীন। কিন্তু তাইওয়ান নিজেদের সার্বভৌম রাষ্ট্র মনে করে।
বিশেষজ্ঞেরা বলছেন, বাইডেন প্রশাসন তাইওয়ানের পাশে কতটা থাকবে, যুদ্ধবিমানের মহড়া দিয়ে চীন তা-ই পরীক্ষা করছে। এর জবাবও দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে, মার্কিন-তাইওয়ান বন্ধন পাথরের মতো মজবুত।
সম্প্রতি চীন ও তাইওয়ানের মধ্যকার উত্তেজনার মধ্যে দক্ষিণ চীন সাগরে মার্কিন রণতরী প্রবেশ করেছে। মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, ‘সমুদ্রের স্বাধীনতা’র প্রতি জোর দিতে এই অপারেশন চালানো হয়েছে।
অন্যদিকে চীনের আটটি বোমারু ও চারটি ফাইটার জেট বিমান তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে অনুপ্রবেশ করেছিল। তাইওয়ানে এতগুলো চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ বেশ বিরল ঘটনা বলে জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।