চীনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩০২
চীনে বন্যায় এখন পর্যন্ত ৩০২ জনের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার কারণে প্রায় ৫০ জন এখনও নিখোঁজ রয়েছে।
গত মাসে ভারি বর্ষণের কারণে দেশটির মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। খবর এএফপি ও রয়টার্সের।
প্রাদেশিক সরকারের এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, হেনান প্রদেশের রাজধানী ঝেংঝৌয়ে বন্যা পরিস্থিতি সবচেয়ে খারাপ আকার ধারণ করেছে। সেখানে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।
শুধু ওই প্রদেশেরই ২৯২ জনের মৃত্যু হয়েছে এবং ৪৭ জন নিখোঁজ রয়েছে। সাবওয়ে ট্রেন, ভূগর্ভস্থ পার্কিং এবং টানেলে আটকা পড়েছেন লোকজন।
ঝেংঝৌয়ের মেয়র হোউ হং জানিয়েছেন, ভূগর্ভস্থ কার পার্কিং থেকে ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরদিকে একটি টানেলে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।
গত ১৭ জুলাই থেকেই ভারি বর্ষণ শুরু হয়। এতে প্রায় এক কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারি বৃষ্টি ও বন্যায় ৯ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া হেনান প্রদেশে প্রায় ৫৩ বিলিয়ন ইউয়ান (৮ দশমিক ২ বিলিয়ন ডলার) আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এদিকে বন্যার মধ্যেই দেশটির পূর্ব উপকূলের ঝউশান শহরে আঘাত হানে শক্তিশালী টাইফুন ইন-ফা। ফলে পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করেছে।