জনপ্রিয় কার্টুন সিরিজে ‘পুতিন’, নিষিদ্ধ করল রাশিয়া
রুশ-ভিত্তিক একটি কার্টুন সিরিজের মজাদার চরিত্র মাসয়ানিয়া। রুশদের কাছে বেশ জনপ্রিয় এ কার্টুন সিরিজ। তবে, এবার ভিন্ন কারণে আলোচনায় এসেছে সিরিজের ‘মাসয়ানিয়া’ চরিত্রটি।
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে সিরিজটির একটি পর্ব করা হয়েছে। ওই পর্বে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে একটি চরিত্র তৈরি করা হয়েছে। সেখানে মাসয়ানিয়ার করা বিভিন্ন মন্তব্যে মজেছেন অনেক মানুষ। সংবাদমাধ্যম বিবিসি এ কার্টুন সিরিজের পর্বটিকে ঘিরে একটি প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে পর্বটি রাশিয়ায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কারণ হিসেবে রুশ কর্তৃপক্ষ বলছে, এর মাধ্যমে রাশিয়ার সশস্ত্র বাহিনীকে অবমাননা করা হয়েছে।
কার্টুন সিরিজটি তৈরি করছেন রুশ নাগরিক ওলেগ কুভায়েভ। বেশ কয়েক বছর আগেই তিনি রাশিয়া থেকে ইসরায়েলে পারি জমিয়েছেন। তবে, রুশ-ভিত্তিক কার্টুন বানিয়ে চলেছেন তিনি।
ওলেগ কুভায়েভ বলেন, ‘যুদ্ধ রাজনৈতিকভাবে কীভাবে সাধারণ মানুষের মনোভাবকে পরিবর্তন করে, সত্য জানা থেকে তাঁদের অন্ধ করে দেয়, সে ব্যাপারে আমি আগ্রহী।’
কুভায়েভ আরও বলেন, ‘তিনি (পুতিন) অনেক জীবন ধ্বংস করে দিয়েছেন। আমার এ চরিত্র এ দানবের সঙ্গে মোকাবিলা করে জীবন বাঁচাতে যা করা দরকার, তাই করেছে।’
এরই মধ্যে পর্বটি ইউটিউবে ৪০ লাখের বেশি বার দেখা হয়েছে।