জয়ের মাধ্যমেই যুদ্ধের সমাপ্তি হবে : জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, জয়ের মাধ্যমেই যুদ্ধের সমাপ্তি হবে। আজ দেশটির স্বাধীনতা দিবসে দেওয়া এক বক্তব্যে তিনি একথা বলেন।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধের ছয় মাস পূর্তির দিনেই স্বাধীনতা দিবস পালন করেছে ইউক্রেন। সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে ১৯৯১ সালের আজকের এই দিনে স্বাধীনতা পায় দেশটি। এর ৩১ বছর পর এসে রাশিয়ার বিরুদ্ধে স্বার্বভৌমত্বের জন্য লড়াই করছে দেশটি।
স্বাধীনতার দিনে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরপর খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বক্তব্য দেন তিনি।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘২৪শে ফেব্রুয়ারি বলা হয়েছিল, আমাদের কোনো সুযোগই নেই। কিন্তু, ২৪ আগস্ট এসে বলছি, শুভ স্বাধীনতা দিবস। গেল ৬ মাসে আমরা ইতিহাস বদলে দিয়েছি। অনেকেরই প্রশ্ন—যুদ্ধের শেষ কবে? উত্তরে আমি বলব, জয়ের মাধ্যমেই এর সমাপ্তি হবে।’
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এতে এখন পর্যন্ত সাড়ে পাঁচ হাজার সাধারণ মানুষের পাশাপাশি প্রায় নয় হাজার ইউক্রেনীয় এবং সাড়ে পাঁচ হাজার রুশ সেনা নিহত হয়েছে। যদিও সেনাদের মৃত্যুর সংখ্যা নিয়ে রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশেরই আপত্তি রয়েছে।