টেক্সাসের স্কুলে হামলার আগে অনলাইনে বার্তা দিয়েছিলেন রামোস
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে ঢুকে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছে। এ হত্যাকাণ্ড ঘটানোর কিছুক্ষণ আগে ওই বন্দুকধারী অনলাইনে একটি বার্তা দিয়েছিলেন যে, কিছুক্ষণের মধ্যে তিনি স্কুলটিতে হামলা চালাতে যাচ্ছেন।
বুধবার টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট বলেছেন, মঙ্গলবারের তাণ্ডব সম্পর্কে আরও হতাশাজনক বিবরণ বেরিয়ে এসেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গ্রেগ অ্যাবোট এক সংবাদ সম্মেলনে বলেন, ১৮ বছর বয়সি বন্দুকধারী সালভাদর রামোস মঙ্গলবার একটি বার্তা পাঠিয়েছিলেন যে, তিনি তাঁর দাদিকে গুলি করতে চলেছেন এবং অন্য একজনকে নিশ্চিত করেছেন যে, তিনি এটি করেছেন। তবে, রামোসের দাদি প্রাণে বেঁচে যান এবং পুলিশকে ফোন করে ঘটনা জানিয়ে দেন।
খবরে বলা হয়, সালভাদর রামোস অনলাইন পোস্ট ছাড়া অন্য কোনো সতর্ক বার্তা দেননি। দাদিকে গুলি করার পর তিনি বাড়ি থেকে পালিয়ে যান এবং সান আন্তোনিও থেকে প্রায় ১৩০ কিলোমিটার পশ্চিমে টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে এসে এ হত্যাকাণ্ড ঘটান।
কর্মকর্তারা জানান, একজন স্কুল পুলিশ অফিসার ভবনের বাইরে রামোসের কাছে গিয়েছিলেন, কিন্তু কোনো গুলি বিনিময় হয়নি। এ সময় রামোস গোলাবারুদ ভর্তি একটি ব্যাগ মাটিতে ফেলে দেন এবং অফিসারকে দেখে স্কুলের দিকে দৌড়ে যান।
রামোস তখন একটি এআর-১৫ (AR-15) রাইফেল নিয়ে পনছনের দরজা দিয়ে স্কুলে প্রবেশ করেন এবং চতুর্থ শ্রেণির একটি শ্রেণিকক্ষে ঢুকে নির্বিচারে গুলি চালান।
কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকদিন আগে বৈধ পন্থায় দুটি রাইফেল এবং ৩৭৫ রাউন্ড গোলাবারুদ কিনেছিলেন রামোস।