ট্যাক্স চাইতেই টোল বুথের কর্মীকে চড়থাপ্পড়, ভিডিও ভাইরাল
ভারতের মধ্যপ্রদেশে একটি সড়কের টোল বুথে ট্যাক্স চাওয়ায় বুথের নারী কর্মীকে চড়থাপ্পড় লাগিয়েছেন রাজকুমার গুরজার নামের এক ব্যক্তি। নিজেকে স্থানীয় দাবি করে গাড়ি নিয়ে বিনা ট্যাক্সে যেতে চাইছিলেন রাজকুমার। যেতে না দেওয়ায় বুথের কর্মীকে মারধর করেন তিনি। এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
মধ্যপ্রদেশের রাজগড়-ভুপাল সড়কের কাচনারিয়া নামের জায়গায় টোলপ্লাজায় গতকাল শনিবার এ ঘটনা ঘটে। এ ঘটনার সিসিটিভি ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, নারী কর্মীর দিকে তেড়ে এসে তাকে উপর্যুপরি চড়থাপ্পড় মারছেন গাড়ির মালিক রাজকুমার গুরজার।