তাজমহলের রহস্যঘেরা ২২টি কক্ষ খুলতে আদালতে আবেদন
তাজমহল নিয়ে জনমনে কৌতূহলের শেষ নেই। ভারতের আগ্রায় সপ্তদশ শতকে মুঘল সম্রাট শাহজাহান তাঁর প্রয়াত স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশে গড়ে তোলেন রাজকীয় এই সমাধিস্তম্ভ। সেই তাজমহলে ২২টি তালাবদ্ধ কক্ষ রয়েছে। ওই কক্ষগুলো খোলার দাবি জানিয়ে এলাহাবাদ আদালতে দারস্থ হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
অযোধ্যা জেলায় বিজেপি’র মিডিয়া ইনচার্জ রজনীশ সিং আদালতে এই আরজি জানান। আদালতে আবেদনকারীর প্রতিনিধিত্ব করছেন আইনজীবী রুদ্র বিক্রম সিং। এই আবেদন নিয়ে শুনানিতে বসবে আদালত। খবর এনডিটিভির।
গতকাল রোববার বার্তা সংস্থা পিটিআই’কে রজনীশ বলেন, ‘তাজমহলের ২২টি বন্ধ কক্ষ খুলে দিতে আদালতে আর্জি জানিয়েছি। তালাবদ্ধ কক্ষে কী আছে, সত্যটা যাই হোক প্রকাশ্যে আসা উচিত।’
বিজেপি নেতা রজনীশ সিং দাবি করেন, ‘তাজমহল নিয়ে বিতর্ক রয়েছে। আমি আদালতে একটি পিটিশন দাখিল করেছি, যেন এই কক্ষগুলো খোলার নির্দেশ দেওয়া হয়। এই দরজাগুলো খোলা হলে যাবতীয় বিতর্ক থেমে যাবে, তা করতে তো কোনও ক্ষতি নেই।’