ধনাঢ্যদের বাড়িতে ডাকাতি করে দরিদ্রদের মাঝে বিতরণ!
২৭ বছর বয়সি ওয়াসিম আকরামকে ধরতে বিশেষ সেল গঠন করতে হয় ভারতের দিল্লি পুলিশকে। ডাকাতির জন্য একটি বাহিনীও রয়েছে তার। পুলিশ বলছে, দুর্ধর্ষ এই অপরাধী জানিয়েছেন- গরিবদের মাঝে তার একটি অংশ বিলিয়ে দিতেন তিনি। সংবাদমাধ্যম বিবিসি ও এনডিটিভি এসব তথ্য জানায়।
দিল্লি পুলিশের কাছে ওয়াসিম আকরামের হত্যা, ধর্ষণ, চুরি ও ডাকাতিসহ ১৬০টি অপরাধের তথ্য রয়েছে। চার মাস ওয়াসিম আকরামের পেছনে ছুটে গত শুক্রবার তাকে গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ।
দিল্লি পুলিশ জানায়, সবার কাছে ‘লম্বু’ নামে পরিচিত ওয়াসিম আকরাম ও তাঁর ডাকাত দল বেছে বেছে বিলাসবহুল বাড়িগুলোতে গিয়ে নগদ অর্থ ও দামি অলঙ্কার ছিনিয়ে এনে তার একটি অংশ দরিদ্রদের দিয়ে দিত।