ধরা পড়ল স্বাদু পানির বিশ্বের সবচেয়ে বড় মাছ
স্বাদু পানিতে বেড়ে ওঠা বিশ্বের সবচেয়ে বড় মাছ ধরা পড়েছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার মেকং নদীতে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এবার মেকং নদীর ৩০০ কেজির (৬৬১ পাউন্ড) ওজনের শাপলাপাতা মাছটি এর আগে ২০০৫ সালে থাইল্যান্ডে ধরা পড়া ২৯৩ কেজির (৬৪৬ পাউন্ড) মাগুর মাছটির রেকর্ড ছাড়িয়েছে।
কম্বোডিয়ার মেকং জীববৈচিত্রে ভরপুর একটি নদী। তবে অতিরিক্ত মৎস আহরণ, বাঁধ নির্মাণ এবং নানাবিধ দূষণে নদীর পরিবেশ এরই মধ্যে হুমকির মুখে পড়েছে।
ইউএসএইডের অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পের পরিচালক জীববিজ্ঞানী জেব হোগান বলেন, ছয়টি মহাদেশের নদী, খাল ও হাওরের বড় মাছ নিয়ে ২০ বছরের গবেষণা অনুযায়ী এটিই সবচেয়ে বড় আকারের।
বিশ্বের সবচেয়ে বড় মাছের ওজন রেকর্ডের তথ্য বা ডাটাবেজ রাখে এমন কোনো প্রতিষ্ঠিত সংস্থা নেই। তবে স্থানীয় মৎসবিজ্ঞানীদের মতামতসহ প্রসিদ্ধ সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে এমন রেকর্ডের কথা বলা হয়ে থাকে।