নিজভূমি ছেড়ে দেবে কি না, সেটা একান্তই ইউক্রেনের ব্যাপার : বাইডেন
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘শান্তি প্রতিষ্ঠায় এবং রাশিয়ার আগ্রাসন বন্ধে ইউক্রেন নিজেদের কোনো অঞ্চল ছেড়ে দেবে কিনা তা নিতান্তই ইউক্রেনের বিষয়। তাদের কী করা উচিত, আর কী করা উচিত নয়, তা আমার বলা ঠিক হবে না।’ সিএনএনের প্রতিবেদনে আজ শুক্রবার এ তথ্য দেওয়া হয়েছে।
জো বাইডেন বলেন, ‘যদিও অনেকেই আমার সঙ্গে একমত হননি, শুরু থেকেই আমি বলে আসছি, ইউক্রেন তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এটা তাদের ভূমি। আমি তাদেরকে উচিত অনুচিত বলব না।’
প্রেসিডেন্ট বাইডেন বলেন, “মনে হচ্ছে, দুই দেশের মধ্যে ‘সমঝোতা’র প্রয়োজন হবে। কিন্তু শেষমেষ কী দাঁড়ায় তা জানি না।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহযোগিতা করে যাবে, যাতে করে ইউক্রেন নিজেদের রক্ষার লড়াই জারি রাখতে পারে।’