ন্যাটোর জরুরি সেনা ৪০ হাজার থেকে তিন লাখ হচ্ছে
ইউরোপের সামরিক জোট ন্যাটো তাদের জরুরি সেনা সংখ্যা ৪০ হাজার থেকে তিন লাখ করা হচ্ছে। সামরিক জোটটির মহাসচিব জেন্স স্টলটেনবার্গ আজ সোমবার স্পেনের মাদ্রিদে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দিয়েছেন। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে আজ সোমবার এ তথ্য জানানো হয়।
ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেন, আমরা সম্মুখ বাহিনীর শক্তি বাড়াব। জোটের পূর্বাঞ্চলের যুদ্ধক্ষেত্রে আমরা যোদ্ধাদের শক্তি বৃদ্ধি করে ব্রিগেড লেভেলে নেবো। জরুরি মুহূর্তে ন্যাটোর ডাকে সাড়া দেওয়া সেনা সদস্যের সংখ্যা তিন লাখে উন্নীত করে আমরা ন্যাটোর বাহিনীকে পুনর্গঠন করবো।’
স্পেনের মাদ্রিদে আগামী সপ্তাহে ন্যাটো জোটের সম্মেলন হওয়ার কথা রয়েছে। এজন্য ন্যাটো প্রধান মাদ্রিদে রয়েছেন।
রাশিয়াকে ন্যাটো জোট অঞ্চলের নিরাপত্তা ও মূল্যবোধের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে আখ্যায়িত করেন জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ।