ন্যাটোর সদস্যপদ পেতে ইউক্রেনের আবেদন
ন্যাটোর সদস্য হতে আবেদন করেছে ইউক্রেন। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন। একইসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা বাতিল ঘোষণা করেছেন। ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার মূল ভূখণ্ডে অন্তর্ভুক্তির ঘোষণার পর এমন খবর এলো। খবর রয়টার্সের।
রাশিয়া ইউক্রেনের চারটি অঞ্চল জোরপূর্বক দখলে নিলে একটি অনলাইন ভিডিওতে জেলেনস্কি ন্যাটোর আবেদনপত্রে স্বাক্ষর করেন। টেলিগ্রাম অ্যাপের ভিডিওতে জেলেনস্কি বলেছেন, ‘আমরা ন্যাটোতে দ্রুত যোগদানের জন্য ইউক্রেনের আবেদনে স্বাক্ষর করে আমাদের সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিচ্ছি।’
চলতি সপ্তাহে ইউক্রেনের চার অঞ্চল দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝজিয়াতে গণভোট করেছে রাশিয়া। সেই ভোটের ভিত্তিতে রাশিয়ার মুল ভূখণ্ডের সঙ্গে অঞ্চলগুলোকে আনুষ্ঠানিকভাবে যুক্ত করলেন পুতিন। তবে, গণভোটকে ‘সাজানো’ বলে দাবি করে সেটিকে অবৈধ বলছে কিয়েভ ও তার কথিত আন্তর্জাতিক সম্প্রদায়ের মিত্ররা।
জেলেনস্কির আবেদন অগ্রগতির সংকেতটি ন্যাটোতে ইউক্রেনের যোগদানের বিষয়টি বোঝাই যাচ্ছে।