পতিতালয় চালানোর অভিযোগে বিজেপি নেতা গ্রেপ্তার
বাগানবাড়িতে পতিতালয় চালানোর অভিযোগে ভারতের মেঘালয় রাজ্য বিজেপির সহ-সভাপতি বার্নার্ড এন মারাক উত্তরপ্রদেশের হাপুর জেলায় গ্রেপ্তার হয়েছেন। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।
গত শনিবার বার্নার্ড মারাকের বাগানবাড়িতে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে ছয় শিশু ও ৭৩ জন নারীপুরুষকে আটক করে। এরপর থেকেই মারাক পলাতক ছিলেন।
গতকাল সোমবার মেঘালয়ের তুরা জেলার স্থানীয় আদালত বার্নার্ড মারাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
পুলিশ জানায়, বার্নার্ডের বাগানবাড়িটিতে চার শিশুকে আটকে রাখা হয়েছিল। ৪৭ জন তরুণ ও ২৬ তরুণীকে আটক করা হয়। তাদের বেশিরভাগই বিবস্ত্র ও মদ পান করা অবস্থায় ছিলেন। ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ মদ ও ৫০০ প্যাকেটের বেশি জন্মবিরতিকরণ ওষুধ উদ্ধার করা হয়।