পদত্যাগ করে সস্ত্রীক ‘তুরস্কে’ পুতিনের বিশেষ দূত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আন্তর্জাতিক-বিষয়ক বিশেষ দূত আনাতোলি চুবাইস পদত্যাগ করেছেন। সংবাদমাধ্যম বিবিসি বলছে, পদত্যাগের পর চুবাইস রাশিয়া ছেড়ে সস্ত্রীক তুরস্কে রয়েছেন। আর, চুবাইসের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, তিনি পুতিনের ইউক্রেন যুদ্ধের প্রতিবাদস্বরূপ পদত্যাগ করেছেন। খবর দ্য গার্ডিয়ানের।
আন্তর্জাতিকভাবে রাশিয়ার টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা সমন্বয়ের দায়িত্বে ছিলেন আনাতোলি চুবাইস।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘হ্যাঁ, আনাতোলি চুবাইস স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তবে, তিনি (রাশিয়া) ছেড়েছেন, না-কি রাশিয়ায় আছেন, তা তাঁর ব্যক্তিগত বিষয়।’ তবে, পদত্যাগের বিষয়ে মুখ খোলেননি আনাতোলি চুবাইস।
আনাতোলি চুবাইস বর্তমান রুশ সরকারের বিশেষ কোনো প্রভাবশালী সদস্য নন এবং রুশ নিরাপত্তা বিষয়ে তাঁর কোনো বক্তব্যও নেই। তবে, বেশির ভাগ রুশ নাগরিকই তাঁর নাম জানেন। সে কারণে তাঁর পদত্যাগ রুশ গণমাধ্যমের শিরোনাম হয়েছে।
সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯০-এর দশকে রাশিয়ার অর্থনৈতিক সংস্কারে ভূমিকা রাখায় আলোচনায় ছিলেন আনাতোলি চুবাইস। সাবেক রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের শাসনামলে বেসরকারি খাতে উন্নয়ন করেন তিনি।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, চুবাইস ১৯৯০-এর দশকে রাশিয়ার বিতর্কিত বেসরকারিকরণ প্রকল্পের স্থপতি হিসেবে পরিচিত। ওই প্রকল্প রাশিয়ার ব্যাপক বাজার অর্থনীতি তৈরিতে সাহায্য করেছিল। কিন্তু, একই সঙ্গে তা একদল ধনকুবের শ্রেণিও তৈরি করেছিল, যাঁদের হাতে প্রচুর সম্পদ কুক্ষিগত হয়।
সাবেক রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের আমলে চিফ অব স্টাফ ছিলেন আনাতোলি চুবাইস। তিনি ১৯৯৭ সালে পুতিনকে তাঁর প্রথম সরকারি পদ—প্রেসিডেনশিয়াল স্টাফের উপপ্রধান হিসেবে সুপারিশ করেছিলেন।