পরমাণু পরাশক্তিদ্বয়ের আলোচনা চালু থাকা উচিত : রাশিয়াকে যুক্তরাষ্ট্র
দুই পরমাণু পরাশক্তি রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা চালু থাকা উচিত বলে মন্তব্য করেছেন মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে আজ সোমবার এ তথ্য দেওয়া হয়।
জন সুলিভান রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে বলেন, ‘রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত একে অপরের দেশে দূতাবাস চালু রাখা। দুই পরমাণু শক্তিধর দেশের কূটনৈতিক সম্পর্ক একেবারে চুকিয়ে নেওয়া কোনোভাবেই ঠিক হবে না।’
জন সুলিভান বলেন, ‘আমাদের একে অপরের মধ্যকার আলোচনার পরিবেশটা বজায় রাখা জরুরি।’ রুশ সংবাদ সংস্থা তাস থেকে জন সুলিভানের বক্তব্য ইংরেজিতে অনুবাদ করে প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স।