পরিবারের চার সদস্যকে গুলি করে হত্যার পর আত্মহত্যা
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে নিজ পরিবারের চার সদস্যকে গুলি চালিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় আহত হন আরও তিনজন। পরে নিজ বন্দুকের গুলিতে ওই বন্দুকধারী আত্মহত্যা করেন।
৪১ বয়সী হামলাকারীর নাম কেভিন মিলাজ্জো। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় পুলিশ তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে। খবর এবিসি নিউজের।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে পুলিশ জানায়, নাভারো কাউন্টির মিলাজ্জোর পরিবারের নিহতদের মধ্যে রয়েছেন তার সৎ বাবা উইলিয়াম মিমস (৬৮), মা কনি মিমস (৬১), তার ২১ বছর বয়সী ছেলে জোশুয়া মিলাজ্জো এবং তার সাবেক বান্ধবীর চার বছর বয়সী ছেলে হান্টার ফ্রিম্যান।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার মধ্যরাতে পুলিশ ঘটনাটির খবর পায়। পরিবারের সবাইকে হত্যা করে গাড়িয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বন্দুকধারী কেভিন মিলোজ্জো। এ সময় পুলিশ তার পিছু নেয়।
নিরাপত্তা বাহিনী তার কাছাকাছি চলে আসলে নিজের মাথায় গুলি করেন কেভিন। এরপর গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
এ ঘটনার কারণ এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।