পশ্চিমবঙ্গে নতুন সাতটি জেলা হচ্ছে, জানালেন মমতা
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আরও ৭টি নতুন জেলা হচ্ছে। আজ সোমবার পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠক শেষে নতুন জেলার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন ৭টি জেলা হলো সুন্দরবন এলাকা নিয়ে সুন্দরবন জেলা, উত্তর চব্বিশ পরগণায় পৃথকভাবে বনগাঁ, বাগদা এলাকা নিয়ে হবে ইছামতী জেলা, তবে বসিরহাট জেলার নাম এখনও চূড়ান্ত হয়নি। নদীয়া জেলা ভেঙে পৃথক জেলা হবে রানাঘাট। মুর্শিদাবাদ জেলার পাশাপাশি এই জেলা ভেঙে তৈরি হবে নতুন জেলা কান্দি ও বহরমপুর জেলা। বাঁকুড়া জেলা ভেঙে বিষ্ণুপুর সাবডিভিশন নিয়ে তৈরি হবে বিষ্ণুপুর জেলা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের জেলার সংখ্যা ২৩ থেকে বেড়ে ৩০টি হবে।
পাশাপাশি আগামী বুধবারেই রাজ্যের মন্ত্রিসভায় ছোট রদবদল করা হবে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘কয়েকজনকে দলের কাজে যুক্ত করা হবে। নতুন মুখ হিসেবে আনা হবে পাঁচ-ছয় জনকে।’ তার পরেই নতুন জেলার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।