পশ্চিমা নিষেধাজ্ঞায় ‘বিপর্যয়ে’ পড়তে পারে রুশ মুদ্রা
পশ্চিমা মিত্র দেশগুলো গতকাল শনিবার রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এসব নিষেধাজ্ঞার মধ্যে অন্যতম হলো—আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট পেমেন্ট নেটওয়ার্ক রুশ ব্যাংকগুলোকে বিচ্ছিন্ন করা। এ ছাড়া রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক লেনদেনের ওপরও বিধিনিষেধ আরোপ করেছেন পশ্চিমা নেতারা। খবর বিবিসির।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেছেন, ‘আমরা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংককে পঙ্গু করে দেব।’
ইফট পেমেন্ট নেটওয়ার্ক থেকে রাশিয়াকে নিষিদ্ধ করার ফলে নিজেদের আন্তর্জাতিক রিজার্ভ ব্যবহার করতে পারবে না রাশিয়া। রাশিয়ার মুদ্রার (রুবল) ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব এড়াতে আন্তর্জাতিক রিজার্ভ ব্যবহার করে থাকে রাশিয়া।
রুশ কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি চেয়ারম্যান সেরগেই আলেক্সাশেঙ্কো বলেছেন, পশ্চিমা বিশ্বের সাম্প্রতিক পদক্ষেপগুলো রুশ মুদ্রার ভবিষ্যতের জন্য বড় সমস্যার কারণ হবে৷
সেরগেই আলেক্সাশেঙ্কো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘এর মানে দাঁড়াচ্ছে—সোমবার রুশ মুদ্রার বাজারে বড় বিপর্যয় ঘটতে যাচ্ছে।’
‘আমার মনে হয়, তারা (রুশ কর্তৃপক্ষ) ব্যবসা বন্ধ রাখবে, আর তারপর একটা কৃত্রিম বিনিময় হার নির্ধারণ করা হবে। ঠিক সোভিয়েত সময়ের মতো’, যোগ করেন সেরগেই আলেক্সাশেঙ্কো।
পশ্চিমা নেতারা বলছেন, তাঁদের পদক্ষেপের ফলে রাশিয়ার রপ্তানি-আমদানি বন্ধ হয়ে যাবে। এর মাধ্যমে তাঁরা পুতিনকে তাঁর যুদ্ধের তহবিল ব্যবহার করা থেকে বিরত রাখতে পারবেন। এবং রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের লেনদেন স্থবির হয়ে পড়বে, যা ব্যাংকের পক্ষে তার সম্পদকে তারল্যে রূপান্তর করা অসম্ভব করে তুলবে। আর, এসব পদক্ষেপ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বিনিয়োগ করা কঠিন করে তুলবে।