পাকিস্তানিদের চা পান কমাতে বললেন মন্ত্রী
পাকিস্তানের লোকজনকে চা কমিয়ে পান করতে বলেছেন দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল। চা আমদানিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা চলে যাওয়ায় এই সতর্কবার্তা দিয়েছেন পাকিস্তানের মন্ত্রী। পাকিস্তানের দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে আজ মঙ্গলবার এমনটি জানানো হয়।
আহসান ইকবাল বলেন, ‘সবাইকে অনুরোধ করব ১-২ কাপ চা কমিয়ে পান করতে। কারণ আমরা ঋণ করে চা আমদানি করি।’
পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী বলেন, ‘জ্বালানি ব্যয় কমানোর জন্য ব্যবসায়ীদেরকে দোকানপাট প্রতিষ্ঠান রাত সাড়ে ৮টার মধ্যে বন্ধ করে ফেলার অনুরোধ করা হয়েছে। তেল আমদানির ব্যয়ও কমাতে হবে আমাদের।’
২০২০-২১ অর্থবছরে পাকিস্তান সাত হাজার কোটি রুপিরও বেশি চা আমদানিতে ব্যয় করে।