পাকিস্তানের অ্যাসেম্বলিতে ডেপুটি স্পিকারকে পিটিআই নেতাদের মারধর
পাকিস্তানের পাঞ্জাবে প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পিকার দোস্ত মোহাম্মদ মাজারিকে মারধর করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির সদস্যরা। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইনের প্রতিবেদনে শনিবার এমনটি জানানো হয়।
পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে আজ নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের লক্ষ্যে অধিবেশন বসে। ১৯৭ ভোট পেয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা ও নতুন প্রধামন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজ।
অন্যদিকে, পিটিআই ও তাদের জোটভুক্ত পিএমএল-কিউ ভোট বর্জন করায় পিএমএল-কিউর নেতা চৌধুরী পারভেজ এলাহি কোনো ভোট পাননি। আজকের হট্টগোলে পারভেজ এলাহি আহত হয়েছেন।
অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকারের আসন গ্রহণের সময় মাজারিকে থাপ্পড়, কিল-ঘুষি মারার পাশাপাশি পানির বোতল ও ফুলের টব ছুড়ে মারেন ইমরান খানের দল পিটিআই’র সদস্যেরা।
৩৭১ আসনে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য ১৮৬ ভোটের দরকার হলেও হামজা শাহবাজ ১৯৭ ভোট পেয়েছেন। ইমরানের দল ছেড়ে আসা সদস্যেরা ভোট দেওয়ায় হামজা বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন।