পাকিস্তানের পার্লামেন্টের স্পিকারের পদত্যাগ, অনাস্থা ভোট শুরু
পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার আসাদ কায়সার পদত্যাগ করেছেন। প্যানেল স্পিকার আয়াজ সাদিকের নেতৃত্বে প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর অনাস্থা প্রস্তাবের পার্লামেন্ট অধিবেশন শুরু হওয়ার পর ভোটাভুটি শুরু হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানায়।
পাকিস্তানের সময় আজ শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া অধিবেশন হৈহট্টগোলের ফলে চার বার মুলতবি করতে হয়। সর্বশেষ এশার নামাজের বিরতির পর সাড়ে স্থানীয় সময় ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও তা প্রায় দুই ঘণ্টা বিলম্বিত হয়ে শুরু হয়।
রাতে পার্লামেন্টের স্পিকার আসাদ কায়সার বলেন, ‘আমি ন্যাশনাল পার্লামেন্টের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। মন্ত্রিপরিষদ থেকে আমি খুবই গুরুত্বপূর্ণ নথি পেয়েছি।’ ওই নথি দেখার জন্য বিরোধী দলীয় নেতা ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে আহ্বান জানান তিনি।
পরে প্যানেল চেয়ারম্যান পিএমএল-এন নেতা আয়াজ সাদিককে আহ্বান জানালে স্পিকারের চেয়ারে বসেন আয়াজ সাদিক। শনিবার পাকিস্তানের সময় রাত ১টা পর্যন্ত আয়াজ সাদিকের নেতৃত্বে ভোটাভুটির এই অধিবেশন চলছে।
তবে আয়াজ সাদিক স্পিকারের চেয়ারে বসার পরপরই সরকারি দলের সদস্যদের অনেকে পার্লামেন্ট ছেড়ে যান। অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর সরকারি বাসভবন ছেড়েছেন বলে অসমর্থিত সূত্রে জানা গেছে।