পাকিস্তানের রাজধানীতে শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ড
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কেন্দ্রস্থলে সেন্টরাস শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অগ্নিকাণ্ডের ছবি ছড়িয়ে পড়েছে। সেই সব ছবিতে বিল্ডিং থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখা গেছে। কোথাও কোথাও বাইরে থেকে আগুনের শিখা দেখা যাচ্ছে। খবর বিবিসির।
সেন্টরাস শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের যেসব ছবি দেখা গেছে সেখানে প্রচুর ধোঁয়া ও আগুনের শিখার পাশাপাশি ভবন ছেড়ে যাওয়ার চেষ্টাকারী লোকজনকেও দেখা গেছে।
পুলিশের দাবি, মলের সব লোককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নেভানোর চেষ্টা চলছে। যদিও এই আগুন অন্য ফ্লোরে ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে।