পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৪ সেনা নিহত
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের সেনাবহরে আত্মঘাতী হামলায় চার সেনা সদস্য নিহত হয়েছেন। জিও টিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আজ মঙ্গলবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, উত্তর ওয়াজিরিস্তানের মীর আলী এলাকায় একটি সেনাবহরে এক সন্ত্রাসী আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে চার সেনা সদস্য নিহত হয়। নিহতেরা হলেন- ল্যান্স নায়েক শাহ জাইব, নায়েক সাজ্জাদ, সিপাহি উমাইর ও খুররম।
এক বিবৃতিতে সেনাবহরে বোমা হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘পাকিস্তানের মাটিতে সন্ত্রাসীদের নীলনকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।’